আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ গতকাল শনিবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকা থেকে মোমিনপুর এলাকার বিশিষ্ঠ হেরোইন ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে বাবু নামে এক হেরোইন বিক্রেতাকে ১ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করেছে।
জানা গেছে, আলমডাঙ্গার মোমিনপুর বাজারের মৃত মিনহাজ উদ্দীনের ছেলে মিজানুর রহমান (৩৫) গতকাল আলমডাঙ্গায় হেরোইন কিনতে যায়। সে নিয়মিত হেরোইন সেবন ও এলাকায় বিক্রি করে এ মর্মে সংবাদ পেয়ে থানার এসআই জিয়াউদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ মিজানুর ওরফে বাবুকে গ্রেফতার করে।
এলাকাসূত্রে জানা গেছে, মিজানুর বেশ কিছুদিন ধরে নিজে হেরোইন সেবন ও বিক্রি করে আসছিলো। এলাকার যুবসমাজকে নষ্ট করার মূল হোতা এ মিজানুর রহমান। আজ তাকে মাদক আইনে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানা গেছে।