জীবননগর ব্যুরো: জীবননগর পৌর আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে জীবননগর জেলা পরিষদ ডাক বাংলোয় পৌর অনুষ্ঠিত সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যানপ্রার্থী আবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সেকেন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কৃষকলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম, মহিলালীগের সভাপতি আওয়ামী লীগ সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী আয়েশা সুলতানা লাকী, মহিলা সম্পাদিকা রিজিয়া আক্তার, রেনুকা আক্তার, পৌর আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক আতিয়ার রহমান মাস্টার, যুগ্মসম্পাদক ইখতিয়ার উদ্দীন, আ.লীগ নেতা গোলাম মোস্তফা আনোয়ার হোসেন, কাউন্সিলর রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন আ.লীগ নেতা ফরজ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব আহাম্মেদ অঞ্জন, যুবলীগের শামীম সরোয়ার মোল্লা, ব্যবসায়ী মিজানুর রহমান, মান্দার আলী, লালু মিয়া, সভাপতি কে আজম, নাজিম উদ্দীন, বদর উদ্দীন বিদা, নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সংগঠক রুস্তম আলী, হাজি আব্দুল ওহাব প্রমুখ।