স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় গণপিটুনিতে দু ডাকাত নিহত হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে উপজেলার শান্তিগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও ভালুকা মডেল থানা পুলিশ সূত্র জানায়, পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার বারোমারিয়া ইউনিয়নের বাজার মোড়ে কয়েকটি দোকানে ডাকাতি শেষে নিজস্ব ট্রাকে করে মালামাল নিয়ে ডাকাতদল বৃহস্পতিবার রাতে পালিয়ে যাচ্ছিলো। এ সময় স্থানীয় লোকজন তাদের দেখে ফেলে। পরে ভালুকা উপজেলার শান্তিগঞ্জ বাজার এলাকার স্থানীয় প্রহরী ও জনতা মিলে ট্রাকটি ব্যারিকেড দিয়ে আটকে ফেলে। এ সময় স্থানীয় জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় ডাকাতদলের সাইফুল ইসলাম (৪৫)। এদিকে ডাকাতদলের আরেক সদস্য রফিকুল ইসলাম (৩৫) জনতার ধাওয়া খেয়ে আগের রাতে ভালুকার সুতিয়া ব্রিজের পাটাতনের নিচে কৌশলে লুকিয়ে পড়ে। কিন্তু শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে রফিকুল ইসলামও ঘটনাস্থলেই মারা যায়। নিহত ডাকাত সাইফুল ত্রিশাল উপজেলার বরগাঁও গ্রামের মসু মিয়ার ছেলে। অপর ডাকাত রফিকুল ইসলামের বাড়ি গফরগাঁও উপজেলার পানইকান্দা গ্রামে।