স্টাফ রিপোর্টার: দশম জাতীয় সংসদ নির্বাচনের পর রাজধানীর বাইরে প্রথম আজ শনিবার রাজবাড়ীর জনসভায় যোগ দিচ্ছেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান জানান, রাজবাড়ীর শহীদ মুক্তিযোদ্ধা আবদুল আজিজ খুশি রেলওয়ে মাঠে শনিবার বিকেল ৩টায় এ জনসভা হবে। বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের মধ্যদিয়ে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পর গত ২০ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম জনসভায় বক্তব্য দেন বিএনপি প্রধান।