স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রথম আলো বন্ধুসভার সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে ‘লিড টু বি এ লিডার ফর বন্ধুসভা’ শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রথমআলো-বন্ধুসভা জাতীয় পরিষদের আয়োজনে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা প্রেসক্লাব ভবনের দোতলায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনির সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন বন্ধুসভার সভাপতি মাবুদ সরকার। অতিথি ছিলেন বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক সিদ্দিকুর রহমানও বিশিষ্ট নাট্যনির্মাতা তৌহিদ মিটুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন গোলাম দরবেশ ও রাজীব হাসান।
কর্মশালায় মজার মজার ভিডিও ক্লিপিং, গল্প ও আলাপচারিতায় মাল্টিমিডিয়া প্রজেক্টরে তথ্যচিত্র উপস্থাপন করেন প্রথমআলো-বন্ধুসভা জাতীয় পরিষদ সদস্য রেবেকা সুলতানা বিনতি। বন্ধুসভার বর্তমান নেতৃত্ব ও সদস্যদেরকে চৌকস হতে করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক ভিডিওচিত্র দেখানো হয়। যেখানে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়েও সাঁতার, উচ্চলাফ, দৌঁড়, হুইলচেয়ার দৌঁড়ে রেকর্ড স্থাপনকারীদের বিষয়ে প্রতিবেদন দেখানো হয়। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতীরাষ্ট্রনায়ক, রাজনীতিক, বিজ্ঞানীদের কঠোর অধ্যাবসায় বিষয়েও প্রতিবেদন উপস্থাপন করা হয়। জীবনঘনিষ্ট ও শিক্ষামূলক এসব প্রতিবেদন দেখে অংশগ্রহণকারীদের করতালিতে প্রেসক্লাব ভবন মাঝে মাঝেই মুখরিত হয়ে উঠছিলো। কর্মশালা চলাকালে অংশগ্রহণকারীদের জন্য ছিলো কুইজ প্রতিযোগিতা ও তাৎক্ষণিক পুরস্কার। কুইজে অংশ নিয়ে মাহমুদুল হাসান পাভেল, সৌম্যজিতা শ্র“তি, আরিফুর রহমান ও সাইমুম শাহরিয়ার পুরস্কৃত হন।