দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারুলের মতবিনিময়সভা

 

দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সালমা জাহান পারুল গণসংযোগ করছেন। গতকাল শুক্রবার বিকেলে দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়সভায় পারুল নির্বাচন আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে তাকে সহযোগিতা করার আহ্বান জানান। দর্শনা প্রেসক্লাব আহ্বায়ক হারুন রাজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- শাহনাজ পারভীন, সাংবাদিক শামসুজ্জোহা পলাশ, যুগ্মআহ্বায়ক মনিরুজ্জামান সুমন, সাবেক সভাপতি আওয়াল হোসেন, মনিরুজ্জামান ধীরু, সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, এফএ আলমগীর, জাহিদুল ইসলাম, হানিফ মণ্ডল, এসএম ওসমান, নজরুল ইসলাম, আহসান হাবীব মামুন, রাজিব মল্লিক, মঞ্জুরুল ইসলাম, সাব্বির আলীম প্রমুখ।