স্টাফ রিপোর্টার: যশোর জেলা সদরের আমবটতলা নামকস্থানে খাইরুল ইসলাম (৫০) নামে এক ইজিবাইক চালককে গলাকেটে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ খুনের ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম চৌগাছা উপজেলার কয়েরপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছে, আমবটতলার অদূরে রুহুলপাড়া মোড়ে ইজিবাইকচালক খাইরুল ইসলামকে খুন করে দুর্বৃত্তরা। পরে চৌগাছা থেকে যশোরগামী একটি আলমসাধুতে (ইঞ্জিনচালিত ভ্যান) রক্তাক্ত অবস্থায় তাকে তুলে দেয় দুর্বৃত্তরা। আলমসাধুচালক আমবটতলা মোড়ে দাঁড়িয়ে স্থানীয়দের বিষয়টি জানায়। এ সময় খায়রুলের নিথর দেহ আলমসাধুর ওপর পড়ে ছিলো। যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ ইজিবাইকচালক খাইরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, খুনটি সম্ভবত চৌগাছা থানার অধীন কোনো স্থানে হয়েছে। দুর্বৃত্তরা একজন আলমসাধু চালককে দুর্ঘটনা হয়েছে বলে খাইরুলের লাশ তুলে দিয়ে হাসপাতালে নিতে বলে। হত্যাকাণ্ডের সমগ্র বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।