স্টাফ রিপোর্টার: ব্যাটে উমর আকমল ও বোলিঙে হাফিজের নৈপুণ্যে ৭২ রানে আফগানিস্তানকে হারালো এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। ২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭.২ বলে ১৭৬ রানে অলআউট হয় আফগানিস্তান। গতকাল বৃহস্পতিবার ফতুল্লা স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় আফগান অধিনায়ক নবী। শুরুটা ভালো করলেও মাঝপথে খেই হারিয়ে ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা। উদ্বোধনী জুটির ৫৫ রানের পর ১১৭ রানে ৬ উইকেট হারিয়ে মারাত্মক বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেন উমর আকমল। ব্যক্তিগত ১০২ রানে অপরাজিত ছিলেন তিনি।