জীবননগর ব্যুরো: মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি ও প্রযুক্তি মেলা জীবননগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোর্তুজা। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জোত হোসেন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জীবননগর প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, কাজী বদরুদ্দোজা।