স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার ভেড়ামারায় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে ৫ শিশু আহত হয়েছে। গতকাল বুধবার বেলা ১টার দিকে ভেড়ামারা উপজেলার বিলশুকা ভবানীপুর গ্রামের রিয়াজের ধানখোলার পাশে পরিত্যক্ত অবস্থায় বোমাটি বিস্ফোরিত হলে শিশুরা আহত হয়।
আহতরা হলো উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা ভবানীপুর গ্রামের আনারুল ইসলামের দু ছেলে রাব্বী (৪) ও বাপ্পী (১০) ছানার ছেলে পাপ্পু (২), সেলিমের ছেলে সাকিব (৮) এবং সাইদুরের ছেলে সিফাত। বোমার স্প্রিন্টারে ক্ষত-বিক্ষত হয়ে গেছে শিশুদের শরীর। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ভেড়ামারা উপজেলার বিলশুকা ভবানীপুর গ্রামের রিয়াজের ধানখোলার পাশে ফাঁকা মাঠে দুপুরের দিকে খেলছিলো শিশুরা। এ সময় হঠাত করেই বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে শিশুরা আহত হয়। বোমাটি মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় পোঁতা ছিলো বলে স্থানীয়রা জানায়। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম এবং মডেল থানার ওসি পারভেজ ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।