দামুড়হুদার জয়রামপুরে ছাগলের মালিক সেজে প্রতারণা


স্টাফ রিপোর্টার: দামুড়হুদার জয়রামপুর গ্রামে প্রতারণা করে মালিক সেজে অন্যের ছাগল খোয়াড় থেকে ছাড়িয়ে নিয়ে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। ছাগলের ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতিতে টালবাহানা করছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনিপাড়ার শফিকুল ইসলাম ওরফে শফির একটি ছাগল গ্রামের বানাত আলীর ভুট্টাক্ষেতে লাগে। বানাত আলীর ছেলে নজরুল ইসলাম ওই ছাগলটি জয়রামপুর স্টেশনপাড়ার চান্দুর ছেলে শফিকুলের দিয়ে ছোটদুধপাতিলা গ্রামের জনৈক ব্যক্তির খোয়াড়ে রেখে আসে। কিছুক্ষণপর দুটি মোটরসাইকেলে করে লাল মোহাম্মদের ছেলে জাহাঙ্গীর, নজরুল ও শফিকুল মালিক সেজে খোয়াড় থেকে রাত ৮টার দিকে ছাগলটি ছাড়িয়ে নিয়ে বিক্রি করে দেয় বলে অভিযোগ উঠেছে। এদিকে প্রকৃত ছাগলের মালিক জয়রামপুর গ্রামের সাইদুরের ভাই শফিকুল এসে খোয়াড় মালিকের নিকট ছাগলের কথা জিজ্ঞাসা করলে তিনি জানান জাহাঙ্গীর, নজরুল ও শফিকুল নিজেদের ছাগল দাবি করে নিয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত তিনজন ছাগলের ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দেয় মালিক শফিকে। কিন্তু ছাগলের ক্ষতিপূরণ না দিয়ে টালবাহানা শুরু করেছে।