মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের শত্রুতামূলক পানবরজে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। অল্পের জন্য রক্ষা পেয়েছে মাঠের শ শ পিলি পানবরজ। গতকাল রাত সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা জেহালার কৃষ্ণপুর গ্রামের মৃত ইছাহক মণ্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের পানবরজে শত্রুতামলক আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনের লেলিহান শিখা দেখে মাঠে পান পাহারা দিতে আসা কৃষকেরা ছুটে গিয়ে গ্রামে খবর দেয়। সংবাদ পেয়ে আলমডাঙ্গার দমকলবাহিনী পৌঁছানোর আগেই গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পানবরজের একাংশ পুড়ে ভস্মীভূত হয়। গ্রামবাসী জানায়, গ্রামের রেলের মাঠে রাজ্জাক মেম্বারের ১৪/১৫ কাঠা পানবরজে কে বা কারা শত্রুতামূলক আগুন লাগিয়ে দেয়।