দৌলথপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার মোকতার হোসেন জানান, গতকাল বুধবার কুষ্টিয়ার জেলা প্রশাসক রিটার্নিং অফিসার সৈয়দ বেলাল হোসেনের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে শহিদ সরকার মঙ্গল, মোহাম্মদ নুরুজ্জামান হাবলু মোল্লা, রেজওয়ানুল হক রেজু, শরিফুল কবীর স্বপন, আলী আকবর, ফিরোজ আল মামুন, ভাইস চেয়ারম্যান পদে আরিফুল ইসলাম নান্নু, মাহবুবুর রহমান, দেলোয়ার হোসেন, ফারুক আহমেদ, মইন উদ্দীন মোহন ও আব্দুল জলিল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেগম ফজিলাতুন্নেছা, মাহমুদা খাতুন চামেলী, রেকসানা আলম ও ইকফাত কবিরাজ জলির মনোনয়ন বৈধ বলে জানানো হয়। উল্লেখ্য, আগামী ২৩ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।