জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রতিরামপুর গ্রামের চিহ্নিত মাদকব্যবসায়ী আব্দুর রশিদ ভবিষ্যতে আর মাদকব্যবসা না করার অঙ্গীকার করেছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে আব্দুর রশিদ উথলী বিজিবি ক্যাম্পে গিয়ে ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. নাজমুল হকের কাছে সে এ অঙ্গীকার করে আত্মসর্ম্পণ করেছে।
আব্দুর রশিদ জানায়, মাদকের কারণে এলাকার পরিবেশ ও যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এটা বুঝতে পেরে আমি ভবিষ্যতে আর মাদকব্যবসা না করার অঙ্গীকার করেছি এবং যারা মাদকব্যবসা করছে তাদেরকেও আমার মতো মাদকব্যবসা আর না করার জন্য আহ্বান জানাচ্ছি।