ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা ড্রিমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অবিভাবকসভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা এতিমখানা রোডস্থ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্রিমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ফারুক মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক তৌহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইসলাম রকিব, স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আ. মজিদ, সহকারী শিক্ষক কিয়ামুদ্দিন, ফারহানা সুমি, ববিতা খাতুন , শরিফ উদ্দীন, খায়রুল আলম প্রমুখ।