স্টাফ রিপোর্টার: শুরুতে ৮৩ রানে পাকিস্তানের টপঅর্ডার ভেঙে জয়ের আভাস পেয়েছিলো শ্রীলঙ্কা। কিন্তু মিসবাহ উল হক ও উমর আকমলের শতাধিক রানের জুটিতে ম্যাচ ফসকে গিয়েছিলো। শেষ পর্যন্ত লাসিথ মালিঙ্গা জ্বলে উঠলেন। ডানহাতি এ পেসার একাই পাঁচটি উইকেট নিয়ে লঙ্কানদের ১২ রানের জয় এনে দিলেন। ৪৮ ওভার ৫ বল খেলে ২৮৪ রানে গুটিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। দলীয় ২৮ রানে সারজীল খানকে (২৬) ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন সুরাঙ্গা লাকমল। পাকিস্তানি ওপেনারের ইনিংস সাজানো ছিল চারটি চার ও একটি ছয়ে। লাহিরু থিরিমান্নের শতক এবং কুমার সাঙ্গাকারা ও ম্যাথুসের অর্ধশতকে বর্তমান চ্যাম্পিয়নদের ২৯৭ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২৯৬ রান। এরপরই সাঙ্গাকারা ও থিরিমান্নে দাঁড়িয়ে যান। ১৬১ রানের জুটি গড়ার পথে থিরিমান্নে পান ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ১০৭ বলে ১১ চার ও এক ছয়ে শতরান করেন বাঁহাতি এ ব্যাটসম্যান।