চুয়াডাঙ্গার ভাণ্ডারদহে বিদ্যুতের তারে কাপড় শুকোতে গিয়ে বিপত্তি
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার নতুন ভাণ্ডারদহ ৫ মাইলপাড়ায় বাড়ির সামনে তারে শাড়ি শুকোতে গিয়ে বিদ্যুতের লাইনের সাথে স্পৃষ্ট হয়ে বৃদ্ধা জরিমন নেছার (৬০) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে ভ্যানচালক শুকুর আলী মালিতার স্ত্রী জরিমন নেছা বাড়ির উঠোনে তারে কাপড় শুকোতে যান। বিদ্যুতের তারের সাথে উঠোনের তারে সম্পৃক্ত হয়ে আহত হন তিনি। তাকে উদ্ধার করে সরোজগঞ্জ বাজারে চিকিৎসকের নিকট নেয়ার পথে তার মৃত্যু হয়।
জরিমন নেছার লাশ নিজ বাড়িতে আনা হলে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বাতাস। গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। গতকাল রাতেই তার লাশ গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।