আলমডাঙ্গা নাগদহের অবসরপ্রাপ্ত কেরুজ কর্মকর্তা শহিদ হোসেনের ইন্তেকাল

 

সদরুল নিপুল: আলমডাঙ্গা নাগদাহ গ্রামের অবসরপ্রাপ্ত কেরুজ কর্মকর্তা সবার প্রিয় মুখ শহিদ হোসেন জোয়ার্দ্দার আর নেই (ইন্নালিল্লাহি….রাজেউন)। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের চাচাতো ভাই শহিদ হোসেন।

নাগদাহ গ্রামের জোয়ার্দ্দারপাড়ার মৃত ইউনুছ আলীর সেজ ছেলে শহিদ হোসেন জোয়ার্দ্দার (৮০) নিজ বাড়িতে মস্তিষ্কে রক্তক্ষরণ রোগে ১২ দিন আগে আক্রান্ত হন। পরে তাকে ঢাকায় নেয়া হয়। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা থেকে শহিদ হোসেনের লাশ নিজ বাড়ি নাগদাহ গ্রামে নিয়ে আসা হয়। ছুটে আসেন তার চাচাতো ভাই হুইপ ছেলুন জোয়ার্দ্দার। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। গতকাল দুপুর ১২টায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে শহিদ হোসেনের লাশ দাফন করা হয়। জানাজা ও দাফন কাজে উপস্থিত ছিলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দারসহ, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।