স্টাফ রিপোর্টার: মহাজোট সরকারের মন্ত্রিসভার পরিসর বাড়ছে। তাতে যোগ হচ্ছেন আরও চার মন্ত্রী। আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। শপথ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের পর গঠন করা নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কাউকে নিয়োগ না দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাখেন। গত ১২ জানুয়ারি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও শপথ নিলেন ২৯ মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী ও দু উপমন্ত্রী। বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।