মেহেরপুর অফিস: মেহেরপুরে সাহিত্য-সাংস্কৃতি চর্চাকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, মেহেরপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বদরুন নাহার, পাবলিক লাইব্রেরির সম্পাদক আল মামুন অনল, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, নির্বাহী সদস্য ইসলাম আলী, নূরুল আহমেদ, জাহাঙ্গীর কবির সেলিম, এনামুল হক, অরণীর সভাপতি নিশান সাবের, পাবলিক লাইব্রেরির আজীবন সদস্য মাহাবুবুল আলম, সাহিত্য পরিষদের প্রতিনিধি সোহেল মল্লিক, মন্টু প্রমুখ।