খবর: (ভুট্টার দাম কমায় লোকসানের আশঙ্কায় দিশেহারা ভুট্টাচাষিরা)
চাষিরা সব কলুর বলদ ঘানি টানে
মাথায় করে সারা বছর পানি টানে
ভাগের বেলায় পড়ে পাতে জিরো জিরো
ওদের মেরে আমরা যেন হিরো হিরো।
চাষিরা সব মাঠে ঘাটে টোকায় পড়ে
তারা কেবল ক্ষেতখামারে ধোঁকায় পড়ে
ভণ্ড যারা চাষি ঠকায় মেরে মেরে
কেমন করে বলো তারা উঠবে পেরে।
হাবাগাড়া চাষির কপাল খারাব ভীষণ
ওদের পানেই চলে যতো খারা মিশন
জেনে শুনে ওদের ঘাড়ে পা মারি
যখন তখন বেপরোয়া ঘা মারি।
-আহাদ আলী মোল্লা