দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ও মোটরসাইকেলসহ মুজিবনগর বাগোয়ানের দু যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ আহসান হাবীবের নেতৃত্বে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭দিকে দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের লোকনাথপুর রেলগেট নামক স্থানে। এ সময় পুলিশ ধাওয়া করে একটি মোটরসাইকেলের গতিরোধ রোধ করে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের বাগোয়ান পাঠানপাড়ার শাহদত হোসেনের ছেলে বকুল (৩০) ও একই হাবিবুর রহমানের ছেলে রবিউল ইসলাম ওরফে রবিকে (২৭) গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ৪শ গ্রাম গাঁজা ও একটি লাল রঙের ৮০ সিসি হনসন মোটরসাইকেল। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে গতরাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।