রাজস্ব বকেয়া থাকায় ইটভর্তি ট্রাক্টর আটক
বেগমপুর প্রতিনিধি: সরকারি রাজস্ব বকেয়া থাকার অভিযোগে চুয়াডাঙ্গা কাস্টমস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বড়শলুয়া কেএসবি ইটভাটার ইটভর্তি ট্রাক্টর আটক করেছে। আটককৃত ইটভর্তি ট্রাক্টরটি রাখা হয়েছে হিজলগাড়ি ক্যাম্প পুলিশের হেফাজতে।
জানা গেছে, ২০১৩ ও ১৪ সালের রাজেস্ব বকেয়া রেখে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামে অবস্থিত কেএসবি ইটভাটা মালিক হাশেম আলী ইট উৎপাদন করে আসছিলেন। চুয়াডাঙ্গা কাস্টমস কর্তৃপক্ষ বকেয়া রাজস্ব পরিশোধের জন্য বারবার তাগাদা দিলেও কেএসবি ইটভাটা মালিক তাতে কর্ণপাত করছিলেন না। রাজস্ব পরিশোধ না হওয়ায় গতকাল সোমবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা কাস্টমস অফিসের ইন্সপেক্টর ইফতেখারুল ইসলাম সঙ্গীয় সদস্যদের নিয়ে হিজলগাড়ি-বড়শলুয়া সড়কে অভিযান চালান। এ সময় কেএসবি ব্রিক্সের একটি ইটভর্তি ট্রাক্টর আটক করেন। ট্রাক্টরটি আটক করে হিজলগাড়ি ক্যাম্প পুলিশের হেফাজতে রেখে দেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কেএসবি ইটভাটার বকেয়া রয়েছে ৫ লাখ ৩০ হাজার ৭৫০ টাকা। সরকারি রাজস্ব পরিশোধ হলে ইটভর্তি ট্রাক্টর ছাড়া হবে বলে তিনি জানান।