ঝিনাইদহ অফিস: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় মহাসড়কে শ্যালোইঞ্জিনচালিত যানবাহন চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছেন চালকরা। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা গাড়িচালক ঐক্যফ্রন্টের আয়োজনে শহরের পায়রা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে জেলার ৬ উপজেলার নসিমন, করিমন ও ভটভটিচালকরা অংশ নেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে জেলা প্রশাসক শফিকুল ইসলামের নিকট স্মারকলিপি পেশ করেন নসিমন-করিমন চালকরা।
স্মারকলিপিতে নসিমন, করিমন ও ভটভটিচালকরা পুলিশি হয়রানি বন্ধ এবং হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। গাড়ি চলাচল বন্ধ করা হলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান তারা।