মেহেরপুরে ২৭৫টি বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: আনন্দঘন পরিবেশে জাতীয় সংসদ নির্বাচনের মতো মেহেরপুর জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার ২৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে স্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে নির্বাচন কমিশনার, প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ করা হয়। প্রত্যেক বিদ্যালয়ে শিক্ষার্থীরা এ তিন শ্রেণির মোট ৭ জনকে নির্বাচিত করার প্রত্যয়ে ভোট দেয়। এ ভোটগ্রহণ অনুষ্ঠান দেখার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মো. আমজাদ হোসেনসহ উপজেলা সহকারী শিক্ষা অফিসারবৃন্দ বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন। বিকেলে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিতদের ফলাফল প্রকাশ করা হয়।

Leave a comment