পুলিশের দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর

 

মেহেরপুর-২ আসনের সাবেক এমপি আমজাদ হোসেনসহ বিএনপি-জামায়াতের ১৭ নেতা-কর্মী কারাগারে

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনসহ বিএনপির ১৭ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। হরতাল-অবরোধের সময় সরকারি গাছ কাটা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় আদালতের আদেশে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

গতকাল সোমবার দুপুরে মেহেরপুর সিনিয়র চিফ জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক মতিউর রহমান তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। ওই মামলার অন্য আসামিরা হলো- গাংনী পৌর বিএনপি যুগ্মসাধারণ সম্পাদক গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, মকবুল হোসেন মেঘলা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, বিএনপি নেতা গাংনী পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি গিয়াস উদ্দীন, উপজেলার করমদী গ্রামের ইউপি মেম্বার দানিয়েল হোসেন, মটমুড়া গ্রামের ইউপি মেম্বার আব্দুস সাত্তার, বিএন কলেজের প্রভাষক খোকন হোসেন, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামায়াত নেতা আব্দুল করিমসহ বিএনপি জামায়াত নেতৃবৃন্দ।

ওই মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তার অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন আসামিরা। গত বছরের ৮ ডিসেম্বর গাংনী থানায় তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।