স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের শেখপুরবাজার থেকে স্থানীয় যুবলীগ নেতা মো. শাহাদাৎ হোসেনকে (৩৫) দুটি অস্ত্র ও চার রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে রামগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শেখপুর বাজার থেকে একটি সুটার মেশিন, একটি বিদেশি রিভালবার ও চার রাউন্ড গুলিসহ শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় অপহরণ, সন্ত্রাসী, চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে।