স্টাফ রিপোর্টার: প্রিজন ভ্যান থেকে ছিনতাই হওয়া জেএমবি সদস্য সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) ও মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে ধরিয়ে দিতে পুরস্কারের অঙ্ক বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে। এর আগে ময়মনসিংহের ত্রিশালে তিন জঙ্গি ছিনতাই হওয়ার পর তাদের প্রত্যেকের জন্য দু লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছিলো পুলিশ সদর দপ্তর। এর আগে সশস্ত্র হামলায় প্রিজন ভ্যান থেকে পালানোর পর টাঙ্গাইলে ধরা পড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদ (৩৫) পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। পুলিশের চোখকে ফাঁকি দেয়ার জন্য দাড়ি কামিয়ে ফেললেও তার গলা, হাতে ও পায়ে ডাণ্ডাবেরির দাগ দেখে পুলিশ তাকে ধরে ফেলে। পুলিশ জানিয়েছে, রাকিবকে নিয়ে পলাতক বাকি আসামিদের গ্রেফতার অভিযান চলাকালে গত রোববার রাত ৩টার দিকে উপজেলার বেলতৈল এলাকায় এ ঘটনা ঘটে।