অবৈধযান চলাচল বন্ধ করার লক্ষ্যে আলমডাঙ্গায় চালকদের সাথে প্রশাসনের সভা

 

আলমডাঙ্গা ব্যুরো: অবৈধযান চলাচল বন্ধ করার লক্ষ্যে গতকাল সোমবার আলমডাঙ্গা থানা পুলিশ নসিমন-করিমন-আলমসাধু চালকদের সাথে মতবিনিময়সভা করে। আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম। উপস্থিত ছিলেন নসিমনচালক আব্দুল করিম, নূরুল ইসলাম, আবদার আলি, মালেক, শহিদুল, আসাদুল, শরিফুল ইসলাম, আব্দুল হান্নান, এমদাদ হোসেন, পলান আলি, নোশের আলি, হাবিবুর রহমান প্রমুখ। এ সময় চুয়াডাঙ্গা-কুষ্টিয়া প্রধান সড়ক ও আলমডাঙ্গা শহরের প্রধান সড়কে অবৈধযান চলাচল নিষিদ্ধ করা হয়।