আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর সমর্থিত প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে কোর্টমোড়স্থ কার্যালয়ে উপজেলা নির্বাচন শীর্ষক আলোচনাসভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে আলমডাঙ্গা থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মশিউর রহমান বাবুকে চেয়ারম্যান, থানা তৃণমূল দলের আহ্বায়ক শামিম আল মামুন প্রিন্সকে ভাইস চেয়ারম্যান ও থানা তৃণমূলদলের যুগ্মআহ্বায়ক শাহিদা আক্তারকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মশিউর রহমান বাবু, বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা তৃণমূল দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক আপেল উদ্দিন প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি।