দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে। এলাকার চিহ্নিত মাদককারবারী সুমাত আলীসহ ৩ জনের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দর্শনা পৌর শহরের মোবারকপাড়া গোরস্তান মোড়ে। পুলিশ সেখান থেকে পাঠানপাড়ার শামসুল ইসলামের ছেলে মামুনকে (২৬) গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এএসআই হাদিউজ্জামান বাদী হয়ে মামুনের বিরুদ্ধে গতকালই দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।
এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশের একই দল অভিযান চালিয়ে দর্শনা পুরাতন বাজার মোড় থেকে দর্শনা পৌর শহরের কালিদাসপুর বাগদিপাড়ার পুটি রামের ছেলে প্রেমচরণকে (৪২) গ্রেফতার করে। প্রেমচরণের কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত প্রেমচরণ নিজেকে একই মহল্লার পাতাইরের ছেলে। এলাকার চিহ্নিত পাইকারি গাঁজাকারবারী সুমাত আলীর জোন হাজিরায় গাঁজা বহন করে বলে জানায়। সে আরও বলেছে, এ গাঁজা সুমাত আলীর দেয়া ঠিকানায় পৌঁছে দিলে তাকে ৩শ টাকা জোন হাজিরা দেয়া হতো।