জীবননগর ব্যুরো: উথলী গর্ভনিং বডির নির্বাচনে মনোনয়নপত্র জমাদানে বাধাদান ও মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে বাছাই করে কয়েকটি মনোনয়নপত্র ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা ও প্রার্থীদের হুমকি দেয়ার অভিযোগে জীবননগর উপজেলার উথলী মহাবিদ্যালয়ের গর্ভনিং বডির নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল রোববার গর্ভনিং বডি গঠনের প্রিসাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ স্থগিতাদেশ প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উথলী মহাবিদ্যালয়ের গর্ভনিং বডির নির্বাচন উপলক্ষে গত গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়। গত ২২ ফেব্রয়ারি ছিলো মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন মনোনয়নপত্র জমা দিতে গেলে দুর্বৃত্তরা তাতে বাধা দেয়। এ সময় তারা প্রার্থীদের নিকট থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে বাছাই করে এবং ৫ প্রার্থীর মনোনয়নপত্র ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। দুর্বৃত্তরা এ সময় ওই প্রার্থীদের হুমকি ধামকি দিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। এ ব্যাপারে অভিযোগ করা হলে নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন গতকাল এ নির্বাচন স্থগিত ঘোষণা করেন।