মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের শ্যামপুর বাজারে অগ্নিকাণ্ডে দুটি দোকান ভস্মীভূত হয়েছে। গতকাল রোববার বেলা ১টার দিকে শ্যামপুর বাজারের আব্দুস সালামের জুয়েলার্স ও গোলাম সরোয়ারের ইলেকট্রনিক্সের দোকানে আগুন লাগে।
জানা গেছে, দুপুরে দোকান বন্ধ করে দোকানমালিকরা বাড়িতে যাওয়ার পরে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের লেলিহান শিখা দ্রুত দোকানের মালামাল ও আসবাবপত্র ভস্মীভূত করে। খবর পেয়ে মেহেরপুর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। কিন্তু দমকলবাহিনী পৌঁছুনোর আগেই আগুনে সবকিছু পুড়ে শেষ হয়ে যায় বলে মন্তব্য করেন স্থানীয়রা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানিয়েছেন দমকল বাহিনীর মেহেরপুর স্টেশন অফিসার সেলিম রেজা।