আলমডাঙ্গার বণ্ডবিলে আলমসাধু উল্টে চালকসহ ৩ জন আহত

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার বণ্ডবিলে আলমসাধু উল্টে চালকসহ ৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে খাদিমপুর ইউনিয়নের শিবপুর মসজিদপাড়ার হায়দার মোল্লার ছেলে আলমসাধু চালক ময়নুল ইসলামের অবস্থা গুরুতর। তার মাথায় আঘাত লেগেছে। চলন্ত আলমসাধুর পেছন দিকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে গতকাল রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আইতাল মণ্ডলের ছেলে স্বপন ও একই গ্রামের নুর আলমও আহত হন।