স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী যুগ্মসাধারণ সম্পাদক বর্তমান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান পদে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি চুয়াডাঙ্গা পৌর সভার সাবেক কমিশনার আজিজুল হক হযরত ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান কহিনুর বেগমের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ঠাণ্ডু, শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন বাচ্চু, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক লতিফ সর্দ্দার, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান টিপু, সাধারণ সম্পাদক আলী হোসেন মাস্টার, বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক কাজল, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আক্তাউর রহমান মুকুল ও মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের গোলাম ফারুকসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তাদের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান পদে আসাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যানে আজিজুল হক হযরত ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কহিনুর বেগমের নাম ঘোষণা করা হয়।