দামুড়হুদার সীমান্ত দিয়ে উদ্ধার শিশু বিল্লালকে নিরাপদ হেফাজতে প্রেরণের আদেশ

 

দামুড়হুদা প্রতিনিধি: আদমব্যাপারীর খপ্পরে পড়ে ভারতে পাচার হওয়ার পর দামুড়হুদার সীমান্ত দিয়ে উদ্ধার শিশু বিল্লালকে নিরাপদ হেফাজতে প্রেরণের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। গতকাল রোববার ওই শিশু বিল্লালকে দামুড়হুদা থানা পুলিশ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালতের বিচারক তাকে নিরাপদ হেফাজতে প্রেরণের আদেশ দিয়েছেন বলে জানান দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবিব। তিনি আরও জানান, উদ্ধার হওয়া ওই শিশুকে নিরাপদ হেফাজতে প্রেরণের জন্য জেলা সমাজসেবা অধিদফতর বরাবর নির্দেশনা দিয়ে আপাতত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আজ সোমবার সমাজসেবা অধিদফতরের পক্ষ থেকে ওই শিশুকে যশোর নিরাপদ সেন্টারে পাঠানো হতে পারে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ময়মনসিংহ জেলার গফরগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে শিশু বিল্লাল (১২) প্রায় মাসখানেক আগে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে। তাকে ভারতে পাচারও করে আদম ব্যাপারীরা। শিশু বিল্লাল তাদের হাত থেকে রক্ষা পেয়ে কৌশলে পালিয়ে এসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র হাতে ধরা পড়ে। বিএসএফ তার পরিচয় জানার পর গত শনিবার রাত ৮টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে পাচার হওয়া ওই শিশু বিল্লালকে দর্শনা নিমতলী বিজিবির কাছে হস্তান্তর করে। দর্শনা নিমতলী বিজিবি ক্যাম্প কমান্ডার তাকে তার আপন ঠিকানায় পৌঁছে দেয়ার জন্য দামুড়হুদা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। গতকাল রোববার দামুড়হুদা থানা পুলিশ শিশু বিল্লালকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালত ওই আদেশ দেন।