দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা বিষ্ণুপুরের রইচ উদ্দিনের ছেলে পল্লিচিকিৎসক ডা. নজরুল ইসলাম (৫২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…………..রাজেউন)। তিনি শুক্রবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে স্ট্রোকে আক্রান্ত হন। তাকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাদ আছর জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, পিতা-মাতা, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন ৩ ভাইয়ের মধ্যে সকলের বড়। এদিকে পল্লী চিকিৎসক নজরুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ গ্রামডাক্তার কল্যাণ সমিতি দামুড়হুদা উপজেলা শাখার পক্ষে সভাপতি ডা. শামসুজ্জোহা বাবুল কোরেশী ও সাধারণ সম্পাদক ডা. নওশাদুল ইসলাম।