জীবননগর ব্যুরো: জীবননগরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বেনীপুরের সখিরন (১৮) বিষপানে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হয়। গৃহবধূর পিত্রালয়ের লোকজন তার লাশ নিয়ে যেতে চাইলে স্বামী পক্ষের লোকজন তাদের ওপর হামলা করে। এ ঘটনায় ২ জন মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার সকালে উপজেলার বেনীপুর ক্যাম্পপাড়ার আলমগীর হোসেনের স্ত্রী এক সন্তানের জননী সখিরন ওরফে বুলবুলি বিষপান করে আত্মহত্যা করে। সখিরনের পিত্রালয়ের অভিযোগ, পারিবারিক কোন্দলের জেরে সখিরনকে তার পাষণ্ড স্বামী আলমগীর হোসেন নানাভাবে নির্যাতনের পর তার মুখে বিষ দিয়ে হত্যা করেছে। তার পিত্রালয়ের লোকজন লাশ দেখে সন্দেহ প্রকাশ করে সখিরনের লাশ নিয়ে যেতে চাইলে স্বামী পক্ষের লোকজন তাদের ওপর হামলা করে। এ ঘটনায় সখিরনের পিতা আন্দুলবাড়িয়ার বকুল হোসেনসহ দুজন মারাত্মক আহত হয়। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়েছে।