টিপ্পনী

 

খবর: (শাহজালাল বিমান বন্দরে ২১ কেজি সোনা উদ্ধার : আটক ৩)

 

সোনার মালিক কোন বাবাজি

কেউ করে না তালাশ গো,

উনি থাকেন অট্টালিকায়

পয়সা দিলেই খালাশ গো।

 

ধরা পড়েন জনখাটারা

একশো টাকার কামলা গো,

যত্ত রকম ঝুট ঝামেলা

ওদের নামেই মামলা গো।

 

রাঘব বোয়াল খায় না ধরা

থাকেন সবাই আড়ালে,

খবর আছে ওদের পানে

গ্রেফতারি হাত বাড়ালে।

 

-আহাদ আলী মোল্লা