ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন বাতিলের দাবিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। উপজেলা নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে জেলা প্রশাসক শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়নের অপসারণ দাবি করেন তারা।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পাঁয়রা চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান, পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে শহরের পাঁয়রা চত্বর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দু দফায় সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশ থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা উপজেলা নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে অবিলম্বে জেলা প্রশাসক শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়নের অপসারণ দাবি করেন। এছাড়া ঝিনাইদহ সদর উপজেলায় পুনঃনির্বাচনের দাবি জানান।