মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রামের কথিত কবিরাজ পাতাড়ির ওপর আবারো সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। রাতে বাড়ি ফেরার পথে গ্রামের শ্মশানঘাটের কাছে মুখোশধারী সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করেছেন কবিরাজ পাতাড়ি।
জানা গেছে, গতরাত সাড়ে ৯টার দিকে খুদিয়াখালী গ্রামের হিন্দুপাড়ার জ্যোতিষ বিশ্বাসের ছেলে পরিতোষ কুমার পাতাড়ির ওপর সন্ত্রাসীরা আবারো হামলা চালিয়েছে বলে পাতাড়ি অভিযোগ করেন। তিনি জানান, পূর্ব থেকে ওত পেতে থাকা ৫/৬ জনের একদল সন্ত্রাসী সামনে এসে দাঁড়ায়। এ সময় তার চিৎকারে গ্রামবাসী ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সে আরো জানাই, কাউকে না চিনলেও খুদিয়াখালী আবাসনের কারন ও গোলালবাড়ি গ্রামের মন্টুসহ নতিডাঙ্গা গ্রামের ৩ জনকে সন্দেহ করছেন তিনি। গত ৪/৫ মাস আগেও তাকে তুলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। গ্রাসবাসী আরো জানায়, পাতাড়ি পেশায় একজন পানহাটের লেবার। পাশাপাশি কাবিরাজি করেন। কিছুদিন আগে তিনি শ্মশান থেকে সাড়ে ৪ কেজি সোনা পেয়েছেন বলে শোনা যায়। গতরাতে এ ঘটনার পর মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের আইসি এএসআই মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।