ভ্রাম্যমাণ আদালতে মেহেরপুরে মাদকব্যবসায়ীর দু বছর কারাদণ্ড

 

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের বাসস্ট্যান্ডপাড়ার মাদকব্যবসায়ী মোফাজ্জেল হোসেনের (২৫) দু বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে নিজ বাড়ি থেকে গাঁজাসহ তাকে আটকের পর এ দণ্ডাদেশ প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কশিনার (ভূমি) ফরিদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশসূত্রে জানা গেছে, দুপুরে বাসস্ট্যান্ডপাড়ার জামাল উদ্দীনের ছেলে মাদকব্যবসায়ী মোফাজ্জেল হোসেনের বাড়িতে অভিযান চালায় সদর থানার এসআই দুলু মিয়া। অভিযানে দেড়শ গ্রাম গাঁজাসহ মোফাজ্জেল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদউদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর ১৯/৭(ক) ধারায় তাকে দোষি সাব্যস্ত করে দু বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন বলে জানান ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন। আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হবে বলে জানান এসআই দুলু মিয়া।