মাথাভাঙ্গা মনিটর: পেশাদার ফুটবলে সর্বশেষ খেলেছেন ১৯৯৮ সালে। আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের হয়ে। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন তারও চার বছর আগে। এরপর মাঠে নামলেও সেগুলো ছিলো শখের ফুটবল, বিভিন্ন দাতব্য বা প্রদর্শনী ম্যাচ। সেই ডিয়েগো ম্যারাডোনা আবার ফুটবলার হিসেবে ফিরছেন, ৫৩ বছর বয়সেই! আর্জেন্টিনার পঞ্চম সারির একটি দলের হয়ে খেলবেন তিনি।
দেপোর্তিভো রিয়েস্তা নামের সেই ক্লাবটি ম্যারাডোনার আইনজীবী ও বন্ধু। মূলত সেই বন্ধুর অনুরোধেই ক্লাবটির জার্সি গায়ে খেলার প্রস্তাবে রাজি হয়েছেন তিনি। আগামী ২৩ মার্চ এ ক্লাবের হয়ে অভিষেক হওয়ার কথা তার। ম্যারাডোনা খেলবেন বলেই রিয়েস্ত্রা তাদের ৩ হাজার আসনের স্টেডিয়ামের বদলে প্রতিবেশী বড় দল সান লরেঞ্জোর মাঠে খেলার পরিকল্পনা করছে। ম্যারাডোনাকে আবার খেলতে দেখার জন্য মানুষের ঢলই যে নামার কথা। গত বছরের আগস্টে এ দলের ‘প্রেরণাদায়ী কোচ’ হিসেবে দায়িত্ব নেন ম্যারাডোনা। মূলত তার ভূমিকা খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগানো। তবে শুধু মাঠের বাইরে থেকে প্রেরণা জোগাতে চান না এ কিংবদন্তি। কদিন আগে তিনি বলেছেন, আমি খেলতেও চাই। ম্যারাডোনার এ চাওয়া পূরণ করতে ক্লাবটি এরই মধ্যে আর্জেন্টিনা ফুটবল সংস্থার কাছে আবেদন করেছে তাকে পেশাদার ফুটবলার হিসেবে স্বীকৃতি দিতে।