চুয়াডাঙ্গা বাগানপাড়া গোলটুপি ক্রিকেটে জনি স্মৃতি চ্যাম্পিয়ন

 

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা বাগানপাড়া গোলটুপি ক্রিকেট প্রতিযোগিতায় মসজিদপাড়া জনি স্মৃতি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ১৬ দলের ওই প্রতিযোগিতার ফাইনালে গতকাল শুক্রবার বাগানপাড়া জুনিয়রমাঠে অনুষ্ঠিত হয়। টসজিতে  নির্ধারিত ওভারে জনি স্মৃতি প্রথমে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে মাঝেরপাড়া নরমাল স্টার ক্লাব ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৮ রানে অলআউট হয়। ফলে জনি স্মৃতি ক্লাব ৪১ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে  পুরস্কার বিতরণ করা হয়। রাজন বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি তরুণ ক্রীড়া সংগঠক নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন দৈনিক মাথাভাঙ্গার ক্রীড়া প্রতিবেদক চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির ক্রীড়া সম্পাদক ইসলাম রকিব এবং অতুল হাসান জোয়ার্দ্দার। প্রতিযোগিতার আয়োজন করে রাসেল, সাব্বির, পিয়াস, সোহান, সোহাগ, শুভ ও রাজন।