চুয়াডাঙ্গা ক্লাসিক স্পোর্টি ক্লাব আয়োজিত সিক্সটিন ক্রিকেটে মানবতা বেঙ্গলস টাইগার্স চ্যাম্পিয়ন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ক্লাসিক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ১৬ দলের সিক্সটিন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা গুলশানপাড়া জোলমাঠে মাথাহ্যাং একাদশ ও মানবতা বেঙ্গলস টাইগার্সের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে মাথাহ্যাং একাদশ ১৪৭ রান করে। জবাবে মানবতা বেঙ্গলস টাইগার্স একাদশ ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের ফরহাদ, ফরজন, জাভিদ ও অন্তুর লড়াকু ব্যাটিঙে মানবতা বেঙ্গলস টাইগার্স ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নেয়।

খেলা শেষে ক্লাসিক স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি মাইওয়ান’র পরিচালক আব্দুল লতিফ খাঁন যুবরাজ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। মানবতা সংস্থার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার ও মানবতা বেঙ্গলস টাইগার্সের কোচ আকিব শাহরিয়ার চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছেন।