টিপ্পনী

খবর: (চুয়াডাঙ্গা শঙ্করচন্দ্রের কাজি স্বাধীনের বিরুদ্ধে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগ)

 

বিয়ে করেন বিয়ে পড়ান

তেলেসমাতি কম্ম করেন,

মিথ্যা কথার ফুলঝুরি তার

খাঁটি রকম ধম্ম করেন।

 

লেবাচ ভুষায় পাক্কা আলেম

মুখেও মধুর শব্দ করেন,

বাল্যবিয়ের গুণ গেয়ে খুব

পয়সাকড়ি জব্দ করেন।

 

শিশুর বিয়েও দেন পড়িয়ে

তাতে নগদ ধান্দা করেন,

পড়লে ধরা গোঁজের গোড়ায়

ভীষণভাবে কান্দা করেন।

 

-আহাদ আলী মোল্লা