ভোট কারচুপির প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

 

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির ডাকে গতকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। গত বুধবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাঁধা দেয়া, দলীয় কর্মীদের ওপর হামলা ও ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে উপজেলা বিএনপি এ হরতালের ডাক দেয়। এ হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি জনজীবনে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল থেকে শৈলকুপা উপজেলা শহরে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিলো। তবে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালতের কার্যক্রম ছিলো স্বাভাবিক। ভারী কোনো যানবাহন চলাচল করেনি। বিএনপির পক্ষ থেকে হরতালের ডাক দেয়া হলেও হরতালের সপক্ষে কোনো মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বুধবারের উপজেলা নির্বাচনে সহিংস ঘটনাসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিএনপি সমর্থিত প্রার্থী রাকিবুল হাসান খান দিপু শৈলকুপা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।