স্টাফ রিপোর্টার: কমনওয়েলথের ডেপুটি সেক্রেটারি জেনারেল মিস মাসেগো মাসিরি-মুয়াম্বার সাথে একান্ত বৈঠক করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমান। লন্ডনে অবস্থিত কমনওয়েলথ সদর দফতরে স্থানীয় সময় গত মঙ্গলবার দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন তারেক রহমানের বিশেষ উপদেষ্টা হুমায়ূন কবির, যুক্তরাজ্য বিএনপির নির্বাহী সদস্য ব্যারিস্টার এমএ সালাম এবং ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মাদ সায়েম। বৈঠকে উপস্থিত ছিলেন- এমন একজন জানান, বাংলাদেশের গত ৫ জানুয়ারি নির্বাচন এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি তাদের আলোচনায় গুরুত্ব পায়। বিশেষ করে বিরোধীদলের নেতাকর্মীদের হত্যা, গুম, এবং গ্রেফতারসহ সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। এই বৈঠকে ৫ জানুয়ারির নির্বাচন পরবর্তী কমনওয়লেথ মহাসচিবের বিবৃতি নিয়েও আলোচনা হয়। বৈঠকে কমনওয়েলথের ডেপুটি সেক্রেটারি জেনারেল মুয়াম্বার চলমান সংকট সমাধানে প্রধান দু দলের মধ্যে অর্থবহ সংলাপের ওপর গুরুত্বারোপের পাশপাশি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রতি জোর দেন। একটি গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশে একটি অবাধ, নিরপে ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে তারেক রহমান বলেন, রাজনৈতিক সংকট সমাধানে বাংলাদেশে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপে ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই।