স্টাফ রিপোর্টার: দীর্ঘ দিন পর জেলহাজত থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও মেজর (অব.) এম হাফিজউদ্দিন আহমেদ। গতকাল বিকেল ৫টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার ও নারায়ণগঞ্জ থেকে মুক্তি পান তারা। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে সম্মেলন করে বের হলে হাফিজউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। এরপর ৪ ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাদেক হোসেন খোকাকে আটক করে পুলিশ। এরপর রাজধানীতে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।