মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রভাব বিস্তারের অপরাধে আতাহার আলী নামের এক পোলিং এজেন্টকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভোটের শুরুতেই গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রের মধ্যে এ ঘটনা ঘটে। আতাহার আলী সোনাপুর গ্রামের মৃত মোছাব মণ্ডলের ছেলে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী গোলাম রসুলের আনারস প্রতীকের এজেন্ট। মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন জানিয়েছেন, পেনাল কোডের ১৭১(চ) ধারা ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে দোষী সাব্যস্ত করে আতাহারকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ করায় পরে ছেড়ে দেয়া হয় আতাহারকে।